২০৪০ সাল অর্থাৎ ২০ বছর পর পৃথিবীতে সবচেয়ে চাহিদাপূর্ণ ও লাভজনক পেশা গুলি কী হবে?

২০৪০ সাল অর্থাৎ ২০ বছর পর পৃথিবীতে সবচেয়ে চাহিদাপূর্ণ ও লাভজনক পেশা গুলি কী হবে?

 আগামি ২০ বছর অর্থাৎ ২০৪০ সালের মধ্যে পৃথিবীতে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা বা কাজ সম্পর্কে বললে বা লিখতে গেলে যে তিনটি করতে হলে এই তিনটি বিভাগ বিশেষ ভাবে উল্লেখ করতে হবে।

 
২০৪০ সাল অর্থাৎ ২০ বছর পর পৃথিবীতে সবচেয়ে চাহিদাপূর্ণ ও লাভজনক পেশা

 

1. স্বাস্থ্য

2. তথ্য-প্রযুক্তি

3. শিক্ষা

 

স্বাস্থ্য- মানুষের সবচেয়ে দামি ও বড় সম্পদ হল স্বাস্থ। এটি কেওই হারাতে চাইনা। তাই এবিষয় নিয়ে পড়া শোনা করে ক্যারিরার গড়ে তোলা বাঞ্ছনিও।


তথ্য-প্রযুক্তিঃ- যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি (Information Technology) সংক্ষেপে আইটি (IT) বলা হয়।

শিক্ষাঃ- বর্তমান শিক্ষা কে ব্যাবসাও বলা যেতে পারে। তাই এই ব্যবসা অত্যান্ত লাভজনক।

 এই বিভাগ গুলোর সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে বেশি চাহিদা থাকবে এমন আরো কিছু পেশাসম্পর্কে উল্লেখ করা হলোঃ

1.    প্রকৌশল-স্থাপনা।
2.    ওয়েব ডেবলপার।
3.    চিকিৎসা এবং নার্সিং।
4.    সেলস ও মার্কেটিং।
5.    সাইবার সিকিউরিটি নিনজা।
6.    মেডিক্যাল টেকনোলজিস্ট।
7.    অনলাইন টিউটর।
8.    ব্যংকিং এন্ড ফিন্যান্স।
9.    ডিজিটাল মার্কেটিং।
10.  রেজিস্ট্রার নার্সিং।
11.  সফটওয়্যার ডেভেলপার।
12.  ট্রেইনার এবং শিক্ষকতা।
13.  উদ্ভাবন ও ডিজাইনিং।
14.  কনষ্ট্রাকশন শ্রমিক।
15.  টেলিকম।
16.  ডাটা ডিটেকটিভ
17. কম্পিউটার সম্পৃক্ত সকল পেশা সমুহ।
 

তাই বিশ্বব্যাপী চাহিদার সাথে নিজেকে সঠিকভাবে গড়ে তুলে চাহিদাপূর্ণ পেশাগুলোতে প্রশিক্ষন গ্রহন করতে হবে। চাহিদাপূর্ণ পেশা সমুহে প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি তথা একটা দেশ উন্নতির চরম শিখরে আরোহন করে। তাই ভবিষ্যৎ চাহিদার উপর ভিত্তি করে পরিকল্পনার সাথে অগ্রসর হওয়া উচিৎ নয়ত আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো।

 

 

Post a Comment

Previous Post Next Post