মানুষ স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি। আমরা মানব দেহ সম্পর্কে হয়তো অনেক কিছুই জানি কিন্তু এর বাইরেও রয়েছে অনেক চমকপ্রদ অজানা তথ্য। এসো জেনে নেই সেইসব চমকপ্রদ আজানা তথ্য।
(Man is an impeccable creation of the Creator. We may know a lot about the human body but beyond that there is a lot of amazing unknown information. Let's not know those amazing unknown information.)
১. আমরা জন্মগ্রহণ করি ৩০০টি হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬টি হাড় থাকে।
(1. We are born with 300 bones but when we become adults we have 206 bones in our body.)
২. একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তা প্রায় ৩৫ টন খাদ্য গ্রহণ করে।
(2. A person consumes an average of about 35 tons of food in his lifetime.)
৩. আমাদের মানবদেহে প্রায় ১০০০০ট্রিলিয়ন কোষ রয়েছে।
(3. There are about 10,000 trillion cells in our human body.)
৪. আমাদের পুরো জীবনব্যাপীই স্নায়ুকোষ সৃষ্টি ও পরিবর্তিত হয়।
(4. cells are created and changed throughout our lives.)
৫. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা ২৫০ কোটি ,এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।৬. সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
(5. The number of resistant white blood cells is 250 crore, they live only 12 hours. The speed of blood in a healthy body is 6 miles per hour.)
৭. মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহ্বা।
(7. The strongest muscle in the human body is the tongue.)
৮. আমাদের জিহ্বায় মোট ৩০০০টি টেস্টবাড রয়েছে , যার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করে থাকি।
(8. We have a total of 3000 taste buds on our tongues, with which we taste.)
৯. আঙ্গুলের ছাপের মতো প্রত্যেক ব্যক্তিরই জিহ্বার ছাপ আলাদা হয়।
(9. Like a fingerprint, every person's tongue print is different.)
১০. চোখের একটি পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
(10. It takes 0.4 seconds to blink an eye.)
১১. বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ডেমোডেক্স নামের একটি বিশেষ ধরণের উপাদান থাকে।
(11. Almost all people in the world have a special ingredient called Demodex in their eyelids.)
১২. আমরা যখন হাঁচি তখন আমাদের শরীরের ভেতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায়।
(12. When we sneeze, all the work inside our body stops and even the heartbeat stops.)
১৩. আমরা কখনই চোখ খুলে হাঁচি দিতে পারি না।
(13. We can never open our eyes and sneeze.)
১৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
(14. One and a half acres of land will be required to arrange all the veins of the body side by side.)
১৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এতটাই লম্বা যে তা দিয়ে পৃথিবীকে সাত বার পেঁচানো যাবে।
(15. A person's nervous system is so long that it can spin the earth seven times.)
১৬. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৭. নবজাতক শিশুরা কালার ব্লাইন্ড হয় ,অর্থাৎ তারা শুধু সাদা এবং কালো রং দেখতে পারে।
(16. Our brains can recognize and remember about 10,000 different odors.)
১৮. একজন মানুষ সারাজীবনে ৪০হাজার লিটার মূত্র ত্যাগ করে।
(16. A person urinates 40,000 liters of urine in a lifetime.)
১৯. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
(19. There are 1 crore hair follicles on the skin of a human being.)
২০. একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।
(20. A human being breathes about 20,000 times a day.)
২১. মানুষের মস্তিষ্ক কখনই বিশ্রাম করে না ,এটা ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।
(21. The human brain never rests, it works even in sleep.)
২২. আমাদের চুল এবং নখ মৃত্যুর পরেও বাড়তে থাকে।
(22. Our hair and nails continue to grow even after death.)
২৩. মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।
(23. The human body loses about one million skin cells every day, amounting to 2 kilograms a year.)
২৪. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
(24. Feelings in the body and mind actually take 0.1 seconds to reach the brain.)
২৫. দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।
(25. The smallest bone in the body is the stapes which are located in our ears.)