স্বাভাবিক উপায়ে রক্ত কীভাবে শুদ্ধ করবেন~How to purify blood naturally

 স্বাভাবিক উপায়ে রক্ত কীভাবে শুদ্ধ করবেন~How to purify blood naturally

 
 
স্বাভাবিক উপায়ে রক্ত কীভাবে শুদ্ধ করবেন
স্বাভাবিক উপায়ে রক্ত কীভাবে শুদ্ধ করবেন

 
 
 রক্ত কেন দূষিত হয়?
  •  আমাদের রক্তে টক্সিন থাকার কারণে অক্সিজেন, হরমন, ভিটামিন, মিনারেল, দূষিত হয়। ভালো ভাবে কাজ করে না।
  • আমাদের এই টক্সিনকে শরীর থেকে বের করতে হবে।

 কী ভাবে বুঝবেন আপনার রক্ত শুদ্ধ নয়?

 দূষিত রক্তের লক্ষ্মণ-

  1. স্কিনের সমস্যা
  2. অতিরিক্ত চুল পড়া
  3. খিদে না পাওয়া
  4. বারবার ঘুম পাওয়া
  5. হলুদ প্রস্রাব হওয়া
  6. রক্তপাত বেশি হওয়া
টক্সিক রক্তের কারণ হচ্ছে শরীরে বাড়তি তাপ ও নেগেটিভ ইমোশান।

 

 যে অভ্যাসগুলো আমাদের শরীরের রক্তকে শুদ্ধ করবে !

  • রোজ যদি আপনি কোল্ড ড্রিংক্স, চিপস, বাজাভুজি, নুন বেশি খান তাহলে রক্ত আপনার দূষিত হতে পারে।
  • খাবারের কম্বিনেশন মানে, চায়ের সঙ্গে নোনতা স্ন্যাক্স খেলে হতে পারে।
  • খাবারের কম্বিনেশন মানে, সিগারেটের সঙ্গে মদ, খাবার খাওয়ায় অনিয়ম, ঘুন কম হলে হতে পারে।
 টক্সিনের ওভারলোড কম করুন .

রোজকার অভ্যাসে পরিবর্তন এনে আপনি রক্ত শুদ্ধ করতে পারেন।
 
 সেরা কিছু প্র্যাকটিস
  • ১৫ দিন অন্তর একবার করে উপোস করুন
  •  রাত ৭টার আগে ডিনার সেরে নিন
  • মদ্যপান থেকে বিরত থাকুন
  • যথেষ্ট পরিমাণ জল খান 
  • বেশি নুন খাবেন না
  • অ্যাকটিভ থাকুন
 

 যে কাবারগুলি আপনার রক্ত শুদ্ধ .

গাজর, বিট, বাঁধাকপি আপনার প্রত্যেক দিনের খাবারে থাকলে ভালো হয়। পাতা যুক্ত সবজি আপনার রক্ত ভালো করবে। এছাড়া, আম, জাম, আপেল খেতে পারেন৷

 গার্সিনা উপকারে আসতে পারে .

গার্সিনা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। ওজন কমানোর ক্ষেত্রে এটি কাজে আসে। এবং রক্ত শুদ্ধ করতেও কাজে আসে। ১২ সপ্তাহে ২ পাউন্ড ওজন কমাতে সাহায্য করে গাসিনা।

 

 আরো দেখুন - ওয়ার্কআউটের আগে এবং পরে কী খাবেন ?


 

Post a Comment

Previous Post Next Post