আপনার কি কাঁধে ,কোমরে নিচে ব্যাথা হয় ?মায়োসিটিস হল এক ধরণের চামড়া সমস্যা যা মূলত ৩০-৬০বছরের মহিলাদের হয়ে থাকে। পাশাপাশি শরীরে ভীষণ ব্যাথা হয়ে থাকে।দেখে নেওয়া যাক কি কারণে এই রোগ হয় ?এছাড়া এই রোগের প্রকারভেদ কতরকম হয় তা জেনে নেওয়া দরকার। এছাড়া এই রোগের উপসর্গ কি তাও দেখে নেওয়া যায়।
মায়োসিটিস কি |
১.পলিমাইসটিস -
- পলিমাইসটিস মহিলাদের ক্ষেত্রে অত্যান্ত সাধারণ একটি রোগ।এটি মূলত ৩০-৬০ বছরের মহিলাদের হয়ে থেকে।
- এর ফলে ,কাঁধে ,থাই কোমরে নিচের মাসল আক্রান্ত হয়।
২.ডার্মাটোসাইটিস -
- এই রোগে বেশিরভাগ শিশুদের হয়েথাকে।
- মূলত চোঁখের পাতা ,নাক এবং গলা সংক্রমিত হয়ে থাকে।
৩.আইবিএম -
- আইবিএমত্বক সংক্রমিত হয়ে থাকে।
- এতে উরুর ,বহু এবং হাঁটুর নিচের পেশিগুলি সংক্রমিত হয়।
উপসর্গ -
- পেশীর দুর্বলতা ,পেশীতে ব্যাথা ,চরম ক্লান্তি ,স্ট্রস ইত্যাদি ,পলিমায়সাইটিসের লক্ষণহিসাবে দেখা যায়।
- ডার্মাটোসাইটটিসের লক্ষন গুলির মধ্যে রয়েছে চোখের পাতা ,নাক এবং গলা ফুসকুড়ি।
- এছাড়া গিলতে অসুবিধা ,ধীর্ঘক্ষন দাঁড়িয়ে বা বসে থাকতে অসুবিধা ,বিষন্নতা উপসর্গ হিসাবে দেখা যায়
চিকিৎসা -
- ওষুধ এবং থেরাপির সাহায্যেই এই রোগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
- থেরাপির মধ্যে রয়েছে ফিজিওথেরাপি ইমিউনোগ্লোবুলিন থেরাপি , স্টেরয়েড দিয়ে চিকিৎসা ডিএমআরডি এবং আরও অনেক কিছু।
রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রাকৃতিক আইয়ুবেদিক পানীয় - তাজা কাঁচা হলুদ ,তুলসী পাতা ,দারুচিনি ,কালো গোলমরিচ ,লবঙ্গ ,এলাচ এবং আদা মূল উপাদান।
- ফিল্টার করা জল দিয়ে একটি পাত্র পুরুন করুন। তাজা আদা ও হলুদ থেঁতো করে জলে দিন.এবার ফুটলে অনান্য সমস্ত উপাদান যোগ করে ১৫-২০ মিনিট জল ফুটাতে হবে।
- একটি কাপ নিন এবং মিষ্টির জন্য কিছু মধু গুড় তাতে দিতে পারেন।
- উমিনিটির জন্য এটি দিন একাধিকবারখেতে পারেন ,খাওয়ার সময় গরম করেও খেতে পারেন।
আরও দেখুন - স্বাভাবিক ভাবেই হজমের সমস্যা নিরাময় পদ্ধতি
প্রিয় পাঠকঃ আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই দরকারি তথ্য শেয়ার করুন।
Tags:
Health & Lifestyle