শরীর সম্পর্কিত এসব অজানা তথ্য আপনার হুঁশ উড়িয়ে দেবে
Amazing Facts About Human Body
আর আপনি কি এটা জানেন যে, পুরুষের তুলনায় নারীদের হৃদস্পন্দনের স্পিড বেশি হয়ে থাকে। আর আপনি হয়তো জানেন না, যে একজন মানুষ তার সম্পূর্ণ জীবনে 160000 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে। তার ফলে সে সম্পূর্ন পৃথিবীর চার বার ঘুরে আসতে পারে।
আমাদের মানব দেহের সাথে ঘটে যাওয়া এমনই কিছু আজব এবং অদ্ভুত তথ্য আজকের ব্লগে আপনারা জানতে পারবেন তাই অনুরোধ থাকবে ব্লগটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
ফ্যাক্ট নং- ১
আপনি হয়তো ভাবেন যখন আপনি ঘুম থেকে উঠেন তখন আপনার ব্রেন সবচেয়ে বেশি চালু থাকে আর যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনার ব্রেন ততটা চালু থাকে না। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল। কেন না আপনার দিনের তুলনায় রাতে আপনার ব্রেন সবচেয়ে বেশি চালু থাকে। এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এর আসল কারণ বিজ্ঞানীরা অস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।
ফ্যাক্ট নং- ২
আপনি জানলে অবাক হবেন যে মানুষকে IQ অনেক বেশি হয় অর্থাৎ যারা অনেক বেশী চালু থাকে তার ঘুমের মধ্যে স্বপ্ন ভেসে এসে থাকে।
ফ্যাক্ট নং- ৩
আপনি কি জানেন আপনার শরীরের কোন অংশ থেকে সবচেয়ে দ্রুত লোম বৃদ্ধি পেয়ে থাকে? সবচেয়ে দ্রুত আপনার চেহারার লোম অর্থাৎ দাড়ি সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে।
ফ্যাক্ট নং- ৪
আপনি আপনার আঙ্গুলের নখ প্রতিদিনই হয়তো কেটে করে থাকেন। কিন্তু আপনি কি
জানেন আপনার হাতের কোন আঙ্গুলের নখ সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পায়। সবচেয়ে দ্রুত আপনার হাতের মিডিল ফিঙ্গার বৃদ্ধি পায়। তেমনি ভাবে পায়ের আঙ্গুলের নখের তুলনায় হাতের আঙ্গুলের নখ চারগুণ বেশি
দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
ফ্যাক্ট নং- ৫
আপনি হয়তো লক্ষ্য করবেন আমাদের মধ্যে অনেকেই
আংগুল দিয়ে কানের ভিতর চুলকাতে থাকে। আর ভেতরের ময়লা বের করে। তাদের কাছে এটা মনে হয়
যে এই ময়লাগুলো তাদের কেন ক্ষতি করবে। কিন্তু এটা যদি আপনি
ভেবে থাকেন তাহলে আপনিও একদম ভুল ভাবছেন। কেননা কানের ভেতরে
থাকা ভ্যাক্স আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে থাকে। আর এগুলো কানের ভেতরের সকল ইনফেকশন থেকেও রক্ষা করে থাকে।
আপনি হয়তো জানেন না যে, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার চোখ নীল রঙের
হয়ে থাকে। কেননা যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার চোখে
মেলানিন জমা থাকে না। যেটাতে তার কিছুদিন সময় লেগে যায়। এরপর চোখ কালো নয়তো বাদামী বর্ণের হয়।
ফ্যাক্ট নং- ৭
কিছু মানুষ অধিক
খাবার খেয়ে থাকে। যার ফলে সে অনেক মোটা হয়ে
যায়। কিন্তু আপনি কি জানেন? অধিক মোটা
হবার ফলে সে তার নিজের কানটাই নষ্ট করছে। কেননা যদি আপনি অধিক খাবার গ্রহণ করেন, তাহলে ধীরে
ধীরে আপনার কানের শ্রবণ করার সক্ষমতা কমতে থাকবে।
ফ্যাক্ট নং- ৮
অনেককে দেখনবেন কিছুক্ষণ পরপর থুতু
ফেলতে থাকে কেননা তাদের কাছে মনে হয় মুখের ভিতর থুতু তার মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। যার কারণে অধিকাংশ
সময় থুথু ফেলতে দেখা যায়। কিন্তু এই লালা আমাদের খাবারের স্বাদ বুঝাতে সাহায্য করে। এবং প্রতিদিন
আমাদের মুখে প্রায় 1 লিটার পর্যন্ত লালা তৈরি হয়।
ফ্যাক্ট নং- ৯
আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের
জীবনের জিব একটা নরম অঙ্গ। কিন্তু আপনি কি জানেন আমাদের মানব দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাসল
কোনটা? আমাদের
শরীরের সবচেয়ে শক্তিশালী মাশল হল জিব।
ফ্যাক্ট নং- ১০
আমরা সব সময় আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন
রাখতে পছন্দ করি। কিন্তু
আপনি কি জানেন? আমরা প্রতিদিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন
থাকলেও, আমাদের শরীরের প্রতি ইঞ্চি অঙ্গে প্রায় 32 টি
জীবানু বসবাস করে। তার মানে আমাদের শরীরের
সম্পূর্ণ অংশে জীবানু বসবাস করে।
যেগুলো আমরা খালি চোখে দেখতে পারিনা। আর জীবানু গুলো আমাদের শরীরের কোন ক্ষতি করে না। বরং আমাদের
ভালোর জন্যই থাকে।
ফ্যাক্ট নং- ১১
আপনি কি জানেন? আপনার শরীরের বাইরে রঙ 27 দিন পর পর পরিবর্তন হয় আর সেখানে নতুন স্কিন তৈরি হয়।
ফ্যাক্ট নং ১২
গরমের সময় আমরা সকলেই ঠান্ডা রুমে ঘুমাতে বেশি
পছন্দ করি। আর আমরা সেই রুম ঠান্ডা করার জন্য
এয়ার কুলার (AC) ব্যবহার করি। কিন্তু
আপনি কি জানেন? যত ঠান্ডার আপনি ঘুমাবেন আপনার স্বপ্ন ভয়ংকর
আসার সম্ভাবনা তত টাই বেশি থাকবে।
ফ্যাক্ট নং- ১৩
আপনি হয়তো এটা জানেন যে, কোন বাচ্চা জন্মগ্রহণ করার পর সেই আশেপাশের কোন রং
দেখতে পারেনা। ভূমিষ্ঠ বাচ্চারা আশেপাশে যারা থাকে সবই
সাদাকালো দেখতে পারে।
ফ্যাক্ট ননহ- ১৪
আপনি কি জানেন কোন ব্যক্তি তার নিজের হাত দিয়ে
কখনই নিজের গলা টিপে মারতে পারে না কেননা নিজেই নিজের গলা টিপে নিজেকে হত্যা করা
অসম্ভব।
ফ্যাক্ট নং- ১৫
আমাদের সকলেরই
দুটো চোখ রয়েছে। কিন্তু আপনি কি কখনো এই দুটো আলাদা আলাদা ভাবে
দৃষ্টি থেকে দেখেছেন? যদি করে থাকেন তাহলে হয়তো আপনি একটা
জিনিস লক্ষ্য করবেন যে, আপনি একটা চোখ দিয়ে ক্লিয়ার দেখতে
পারবেন এবং অপর চোখ দিয়ে কিছুটা ঘোলা দেখতে পারেন।
ফ্যাক্ট নং- ১৬
মানুষের দেহ কঙ্কাল এর সাহায্যে তৈরি হয়ে থাকে। আর আপনি কি জানেন, আমাদের মানব
দেহে থাকা এই কঙ্কাল প্রতি 10 বছর পর পর পরিবর্তন হয়। এর মানে হলো প্রতি 10 বছর পর পর আপনার শরীরের নতুন
কঙ্কাল তৈরি হয়।
ফ্যাক্ট নং- ১৭
আমাদের মুখমন্ডলে থাকা স্বাভাবিক নাক এক লক্ষ কোটি আলাদা আলাদা স্মেল অনুভব করতে পারে। আর আপনি হয়তো এটা জানেনা যে
আমাদের নাকে ভিতরে থাকা দুটো ছিদ্রের একটি ছিদ্র বেশি স্মেল অনুভব করতে
পারে। এবং অপর টি কম। তবে এটা ফিক্সড না, দিনে ঘন ঘন এর পরিবর্তন হয়।
ফ্যাক্ট নং- ১৮
একজন মানুষ ৭০ বছর পর্যন্ত প্রাই ১২০০০ গ্যালন পানি পান করে থাকে। যেটা একটা সুইমিং পুলের সমান হয়ে থাকে।
ফ্যাক্ট নং- ১৯
আমরা সারাদিন চোখের পলক ফেলে কিন্তু আপনি কি জানেন
একজন মানুষ দিনে প্রায় 11 হাজার
পাঁচশ বার এর অধিক পলক ফেলতে পারে।
ফ্যাক্ট নং ২০
আপনি কি জানেন একজন মানুষের মাথায় প্রায় এক লক্ষ
চুল থাকে আর তার প্রতি বছর 6 ইঞ্চি লম্বা হয়।
ফ্যাক্ট নং- ২১
আপনি কি জানেন যদি আপনার শরীরে পানিশূন্যতা 5 পার্সেন্ট নেমে যায় তাহলে আপনি বেহুস হয়ে যাবেন। আর যদি সেই পরিমাণ
10% নেমে যায় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।
ফ্যাক্ট নং- ২২
আপনি হয়তো জানেন না যে আমরা ঘুমন্ত অবস্থায় যে
স্বপ্ন দেখি তার জেগে যাবার পর 90% ভুলে যায়।
ফ্যাক্ট নং- ২৩
আপনি জানলে অবাক হবেন আপনার সঠিক ওজন নরমাল ওজনের
তুলনায় ২ কেজি কম থাকে। কারণ কি জানেন? কেননা আপনার শরীরে প্রায় 2 কিলোগ্রাম ব্যাকটেরিয়া থাকে। আপনি কল্পনাও করতে
পারবেন না, কত কোটি ব্যাকটেরিয়া আমাদের শরীরে জমা হয়ে থাকে।
ফ্যাক্ট নং- ২৪
বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা দেখেছেন
যে অধিকাংশ মানব দেহের কোমরের অংশে
এই দুটি গর্তের মত দেখা যায়। কিন্তু
আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এরকমটা কেনো হয়? কোমরের
মতো অংশটি কে Dimpals of Vinus বলা হয়ে থাকে। পুরুষের তুলনায় মহিলাদের বেশি দেখা যায়। অধিকাংশ
পুরুষের ক্ষেত্রেও তা দেখা যায়। আর জন্মের পরপরই বোঝা যায়। আবার অনেকে মনে করে, সে অনেক ভাগ্যবান এবং সুদর্শন
হয়ে থাকে। তাহলে বন্ধুরা আপনারা চেক করে নিন, আপনার এমন করে গর্ত আছে কিনা।
ব্লগটি পড়ে আপনাদেরে কেমন লাগল? অবশ্যই কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের মাঝে সেয়ার করুন