প্রাইমারী ও আপার প্রাইমারী ইন্টারভিউ কিভাবে দেবেন ~ ইন্টারভিউ-এর জন্য কিছু টিপস

সুদীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর আজ আমি এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমার interview এর অভিজ্ঞতাটাই একটু শেয়ার করছি।
Some tips for the interview

TET পাশ করে যখন interview এর ডাক পেলাম তখন excitement এর পাশাপাশি চাপা টেনশনও কাজ করছিল। আমার ইন্টারভিউ হয়েছিল বাগবাজারের একটি স্কুলে। রিপোর্টিং টাইম এর আগেই অরিজিনাল ডকুমেন্টস ও তিন সেট সেল্ফ অ্যাটোস্টেট জেরক্স কপি নিয়ে পৌঁছে গেছিলাম। যথা সময়ে ভ্যারিফিকেশন শেষ হয়ে আমাকে টেবিল নং 7 এ ইন্টারভিউ এর জন্য পাঠানো হয়। এখানে বলে রাখি মোট 10 টি রুম এ 10 টি টেবিলে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আমার টেবিলে দুজন ছিলেন। একজন স্যার এবং একজন ম্যাডাম। আমার আগের প্রার্থী বেরিয়ে যেতেই শুনতে পেলাম next

আমি: আসতে পারি?

ম্যাডাম: আসুন, 

স্যার: Take Your Seat.

আমি: Good morning, sir (Sir এর দিকে তাকিয়ে) Good morning, madam (Madam এর দিকে তাকিয়ে) and thank you.

স্যার : আপনার নাম ?

আমি:  সুনীতা বিশ্বাস

ম্যাডাম : সুনীতা নামের অর্থ কী?

আমি : সুন্দর মনের অধিকারিনী ও উন্নত নীতিবোধ আছে যার।

ম্যাডাম: বাহ!

স্যার: আপনার বাড়িতে কে কে আছে ?

আমি : মা মানে শাশুড়ি মা, ভাসুর, স্বামী, বাচ্চা আর আমি।

স্যার: আপনি শিক্ষক হতে চান কেন?

আমিঃ ছোটবেলা থেকেই আমি শিক্ষক হবার স্বপ্ন দেখেছি আর সেইভাবেই নিজেরে তৈরী করেছি। কারণ আমি মনে করি একমাত্র শিক্ষকই পারে সব পেশার জন্ম দিতে। 

ম্যাডাম: (মৃদু হেসে) ধরুন আপনার পোষ্টিং আপনার বাড়ি থেকে অনেক দূরে হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন?

আমি: সেক্ষেত্রে আমি প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত করলে খুবই ক্লান্ত হয়ে যাব তাই আমি স্কুলের কাছাকাছি কোথাও ভাড়া থেকে বাচ্চাদের পড়াব। আমি ক্লান্ত হয়ে পড়লে বাচ্চাদের পুরোটা সময় দিতে পারব না।

স্যার: আপনি প্রথম দিন স্কুলে গিয়ে কেমন করে ক্লাস নেবেন? ক্লাসের start কিভাবে
করবেন?

আমি: আমি প্রথমে ক্লাসে ঢুকে ওদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা কথোপোকথন শুরু করব।
যাতে ওরা ওদের সমস্যাগুলো আমাকে নির্দ্বিধায় বলতে পারে।

স্যারঃ আপনার গ্র্যাজুয়েশান কোন Subject এ ?

আমি: Geography (Hons)

ম্যাডামঃ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে গেছে?

আমি : নদীয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে।

স্যার: আপনার Husband কি করেন ?

আমিঃ ব্যবসা করেন।

ম্যাডামঃ তাহলে আপনার চাকরি করবার দরকার কি?

আমিঃ আমি বরাবরই নিজের একটা Identity তৈরী করতে চাই। এতে আমি মানসিক শাস্তি পাবো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠব।

ম্যাডাম: Expected

স্যার: আসুন।

আমিঃ নমস্কার (দুজনকেই)

ইন্টারভিউ-এর জন্য কিছু টিপস
মনে রাখতে হবে যে, First Impression is the last impression. তাই আপনার বেশভূষা হবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচায়ক। যথাসম্ভব শান্ত ও স্বাভাবিক থাকতে হবে। কোনো রকম ভীতি, অস্থিরতা বা টেনশনের ছাপ যেন না থাকে।

Permission নিয়ে ভিতরে ঢুকতে হবে। প্রথমে গিয়ে সোজাভাবে দাঁড়াতে হবে। তারপর বসতে বললে বসতে হবে।

সোজা হয়ে বসতে বসে, চেয়ারে হেলান দেওয়া যাবে না। টেবিলে হাত রাখা
যাবে না। প্রশ্নকর্তার দিকে তাকিয়ে উত্তর দিতে হবে।

যদি উত্তর জানা না থাকে তাহলে সরাসরি মার্জিতভাবে বলবেন জানি না, তবে
অপ্রাসঙ্গিক কথা বলবেন না।

এই পোস্টটি আপনার বন্ধুদের অবশ্যই সেয়ার করুন।

👇👇👇👇👇👇

Post a Comment

Previous Post Next Post