5-fold wedding card design | ৫ ভাঁজের বিয়ের কার্ড ডিজাইন | Page maker file

5-fold wedding card design | ৫ ভাঁজের বিয়ের কার্ড ডিজাইন | Page maker file

wedding card design page maker file


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? 
আমরা যারা নতুন তারা বিয়ের কার্ড জিজাইন করা নিয়ে খুব চিন্তায় থাকি। আমরা ভাবি কেও যদি কার্ড ডিজাইন টা করে দিত তাহলে খুব ভালো হত।
যারা ডিজাইন জানে, তাদের জন্য যেকোনো ডিজাইন করা খুব সহজ।


তাই আসুন আজ আমি আপনাদের দেখাবো বিয়ের কার্ডে কি কি লেখা থাকে।

প্রথমে হবে, পাত্র ও পাত্রের পরিচিতিঃ (যদি পাত্র পক্ষের কার্ড হয় তাহলে পাত্রের পরিচিতি কার্ডের বাম দিকে হবে, আর পাত্রীর ডান দিকে। যদি পাত্রী পক্ষের কার্ড হয় তাহলে সেটার উলটো।

পাত্রী পরিচিতি

সুস্মিতা  খাতুন
পিতাঃ 
মাতাঃ 
গ্রামঃ 
পোঃ 
থানাঃ 
জেলাঃ 


পাত্র পরিচিতি

সামিউল ইসলাম
পিতাঃ 
মাতাঃ 
গ্রামঃ 
পোঃ 
থানাঃ 
জেলাঃ 

এবার তার নিচে হবে বিবাহের তারিখ ও স্থান।

শুভ বিবাহও প্রীতিভোজঃ ২২শে শ্রাবণ১৪২৯, সোমবার (ইং০৮/০৮/২০২২)।  মধ্যাহ্নে
প্রীতিভোজের স্থানঃ ‘নিজ বাসভবন’ সরসাবাদ ঘাটপাড়া,  মুর্শিদাবাদ

এবার হবে বিয়ের কার্ডের মেন বডি টেক্সট অর্থাৎ আমন্ত্রনের ভাষা

বিস্মিল্লাহির রহমানীর রাহিম
জনাব/জনাবা
         আস্সালামো আলাইকুম।  আগামী ২২ ই শ্রাবণ ১৪২৯ সাল, (ইং- ০৮/০৮/২০২২) সোমবার আমার একমাত্রকন্যা সুস্মিতা খাতুন এর সহিত সীতানগর নিবাসী হাবিবুর রহমান এর কনিষ্ঠপুত্র সামিউল ইসলাম এর শুভ বিবাহ সুসম্পন্ন হইবে ইনশাল্লাহ্।  


এতদুপলক্ষে উক্তদিন (ইংn- ০৮/০৮/২০২২)  সোমবার  মধ্যাহ্নে আমার সরসাবাদ  ঘাটপাড়াস্থিত বাসভবনে প্রীতিভোজ ও শুভবিবাহ অনুষ্ঠানে আপনি/ আপনারা উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন।  পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জ্জনীয় নিবেদন ইতি--

সরসাবাদ ঘাটপাড়া, মুর্শিদাবাদ                                                          শুভেচ্ছান্তে -
                                                                                                      মোস্তফা মণ্ডল

এভাবে বিয়ের কার্ড লেখা যায়। এখন নিচের DEMO file টা যদি দেখেন তাহলে আপনি সঠিক ধারনা পাবেন।
বিয়ের কার্ড

Wedding Card 985 KB

Password- Wedding-www.jotosob.in

Post a Comment

Previous Post Next Post