ধীরে
ধীরে যুগ বদলাছে,
তার
সাথে সাথে আপডেট হচ্ছে প্রযুক্তি। তাই নিত্য দিনের ব্যবহারের সাথি হল বিদ্যুৎ।
আমাদের বাড়িতে যে আগের বিদ্যুৎ মিটার ছিল, সেটাকে পোস্ট পেইড মিটার বলা হয়। আসলে এই মিটার আপনার
বিদ্যুৎ ব্যবহার করার পর বিল আসত।
Hexing electric HXE115-KP Images
কিন্তু
এখন সেটা সরকার পরিবর্তন করে দিচ্ছে। সেটা প্রিপেইড ডিজিটাল মিটার হিসাবে
উল্লেখিত। এখন এই মিটারে আগে থেকে আপনাকে বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনাকে রিচার্জ
করে রাখতে হবে।
জানুন
বিস্তারিতঃ
প্রিপেইড
মিটারের আওতায় এসেছেন,
সেহেতু
যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
প্রথম
বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।
কারণঃ
১।
মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম
১ বার ১০০ টাকা কাটবে।
২।
ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের
ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।
৩।
মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।
৪।
সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।
৫।
সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।
বিঃ
দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার
স্থানে ৭৯২ টাকা দেখাবে,
কিন্তু
আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা
কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত
হওয়ার কোন কারণ নাই।
স্থিতি
জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি
কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।
২।
আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।
৩।
ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।
৪।
মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।
৫।
আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।
এই
প্রিপেইড ডিজিটাল মিটার সমন্ধে বিস্তারিত জানুন-
PRODUCT- Hexing electric HXE115-KP
METER TYPE- meter
DESCRIPTION- Hexing electric HXE115-KP
HXE115-KP a new generation of single
phase residential keypad prepayment meter. It complies with open standard (STS)
and supported by Hexing’s powerful vending and management system software
.