রাজ্যের সাস্থ্য ভবনে ৫৩৬ শূন্যপদে নিয়োগ, ইন্টারভিউ পাস করলেই কনফার্ম চাকরি WB Health Department Recruitment 2024

রাজ্যের সাস্থ্য ভবনে ৫৩৬ শূন্যপদে নিয়োগ, ইন্টারভিউ পাস করলেই কনফার্ম চাকরি | WB Health Department Recruitment 2024



WB Health Department Recruitment 2024: রাজ্যের সাস্থ্য ভবনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে মোট ৫৩৬ টি শূন্যপদে। এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাহলে এখানে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কত যোগ্যতা প্রয়োজন? আবেদন মুল্য লাগছে কিনা? এখানে চাকরি পেলে মাসিক বেতন কত টাকা দেওয়া হবে? এই সব নিয়ে বিস্তারিত আলোচনা রইলো আমাদের এই প্রতিবেদনে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

চাকরির ধরন- সরকারি চাকরি

শূন্যপদ- ৫৩৬

বেতন (₹) নিয়ম অনুযায়ী

চাকরির স্থান- পশ্চিমবঙ্গ

আবেদন মোড- অনলাইন

ওয়েবসাইট- hrb.wb.gov.in

রাজ্যের সাস্থ্য ভবনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (WB Health Department Recruitment 2024)

পদের নাম- রাজ্যের সাস্থ্য ভবনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা- সবমিলিয়ে এখানে মোট ৫৩৬ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা (Eligibility Criteria)- রাজ্যের সাস্থ্য ভবনে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে এমবিবিএস এর সাথে সাথে এমডি ও ডিএনবি ডিগ্রি কমপ্লিট করতে হবে।

বয়সসীমা (Age Limit)- এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (Apply Process) - এখানে আবেদনটি সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে। তাহলে আবেদন করার জন্য সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্যের সাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (hrb.wb.gov.in)। তারপর আবেদন করার লিংকে ক্লিক করবেন। তারপর আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করবেন। তারপর নিজের প্রয়োজনীয় নথি পত্রের পিডিএফ ফাইলটি আপলোড করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

রাজ্যের সাস্থ্য ভবনে আবেদনকারী প্রার্থীদের কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন ফী- এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মুল্য লাগছে না। সকল চাকরি প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Last Date)- রাজ্যের সাস্থ্য ভবনে আবেদনটি আগামী ৩১ মার্চ ২০২৪ অবদি চলবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু ১০.০৩.২০২৪
আবেদন শেষ ৩১.০৩.২০২৪

Post a Comment

Previous Post Next Post